Skip to content

হ্যালো আমি মাসুম আহমেদ

আমার ব্লগ সাইটে আপনাদেরকে স্বাগতম। আমি ব্যক্তি-স্বাধীনতা রক্ষার্থে প্রতিশ্রুতিবদ্ধ একজন অভিশপ্ত যোদ্ধা। আমি একজন সাধারন মানুষ। সবসময় সাদামাটা থাকার চেষ্টা করি। পৃথিবীর প্রতিটি জিনিসে সবসময় একধরণের কৌতূহল অনুভূত হয় । আর এই কৌতূহল যেন আমার দেহে প্রান সঞ্চার করে। আমি চাই প্রতিটি রহস্যকে উদঘাটন করতে। ভাল লাগে গান শুনতে, ভাল লাগে ভালবাসতে। তারচেয়ে ভাললাগে পৃথিবীটাকে নিয়ে ভাবতে। লিখতে ভালবাসি অনেক। নিয়মিত ব্লগ লিখা হবে ইনশাল্লাহ।