আমি ছোটবেলায় প্রচুর অসুস্থ হইতাম। কিন্তু একটা সময় পরে, যখন মুকুল হোষ্টেলে ছিলাম তখন একবার চিকেন পক্স হইছিলো৷ আমি সপ্তম শ্রেণিতে পড়ি। মনে আছে এই পক্সের জন্য আমার ফুফু নাম ছিল রবি, ওনারে মাটি দিতে যাইতে পারি নাই তখন৷ এর পর সুস্থ্য হইলাম। ওই যে সুস্থ্য হইলাম, এর পর আমার হালকা জ্বর আর ঠান্ডা বাদে আমি কখনো অসুস্থ হই নাই।
আমি কিন্তু খুব শক্ত মানুষ, তা হোক মানুষিক বা শারীরিক। আমি টানা ১৫০০০ স্টেপ হাটতে পারি কোন ব্রেক ছাড়াই। চাইলে বুঝা বহন করতে পারি, ঘন্টার পর ঘন্টা বাইরে ঘুরে বেড়াতে পারি আমার সমস্যা হয় না; এমনকি প্রতিটা মূহুর্ত আমি উপভোগ করি। আমার হাতে থাকা ডিভাইস দিয়ে কখন দিনের আলোয় আকাশে পাখির ছবি তুলি কিংবা রাতের আকাশে তারা বা চাঁদের৷ এছাড়াও খাবার, নিজের রান্না, চারপাশের ছবিও তুলি বেশ৷
আমি রান্না করতে পছন্দ করি, দেখা গেল বাইরে থেকে রাত দুইটাই বাসায় আসলাম এসে আবার একটা কিছু রান্না শুরু করে দিলাম।
আমি লিখতে ভালবাসি, এতটাই যে আগে রাস্তায় হাটলে নোটসে লিখতাম আর হাটতাম৷ এই লেখাটাও লিখছি ছাদে দাঁড়িয়ে; হাতে কাপ, লেমন গ্রাস আর মাসালা চায়ের টিব্যাগ সংস্করণ দিয়ে হালকা মধুর মিশ্রনে বানানো৷ র’ ম্যাটেরিয়াল দিয়ে বানাতে পারি নাই৷
কারণ স্টেমিনা পাচ্ছি না, হুট করেই কয়েকদিন ঠান্ডা জ্বর লেগেই আছে৷ কেন ভাল হইতেছে না তাও বুঝতেছি কিন্তু কিছু করতে পারতেছি না। মানে স্টাক হয়ে আছি৷ ম্যাক অন করি না সপ্তাহ হলো। টুকটাক কাজ পিসিতেই করে দিয়ে দেই৷ নিজের যত্ন নিতেই অনিহা হচ্ছে।
এতকিছু বলার একটাই কারণ আমার মন এতটাই খারাপ থাকে ঈদানিং বিশেষ করে দেশের ব্যাপারে৷ এটা বলে বুঝানো যাবে না৷ এটা কেও উপলব্ধিও করতে পারবেনা৷ দেশকে ভালবাসতে আসলে রাজনীতি করা লাগে না। নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ দেশপ্রেমিক অরাজনৈতিক প্রেক্ষাপট থেকে দেশকে ভালবাসে। আর হ্যা দেশকে ভালবাসতে যোগ্যতা লাগে না, মায়া লাগে – মমতা লাগে যা স্বার্থান্বেষীদের কাছে থাকে না৷
আর হ্যা, ওসমান হাদীর আন-এক্সপেক্টেড মৃত্যু আমাকে প্রচুর কষ্ট দিয়েছে যেমনটা সারা বাংলাদেশের সাধারণ মানুষ পেয়েছে৷ তার আততায়ী বুঝতেই পারলো না সে হাদীকে না বরং সমগ্র বাংলাদেশকে হত্যা করলো। সে যেন আগামী বাংলাদেশের ভবিষ্যৎকে হত্যা করলো। যে দেশে হাদীরা জন্মায় সে দেশে এমন হাজারো কুলাঙ্গার জন্মায়, দেশ ভাল খারাপ সবাইকেই ধারণ করে। কুলাঙ্গার’রা দেশকে কলুষিত করে আর হাদীরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় দুর্বার গতিতে। আমি সাধারণত কষ্টগুলো বুকে চেপে রাখি। এবার বলার উদ্দেশ্য হলো, আমরা যে আর শোধরাতে পারবো না সে প্রমাণ কিন্তু দিয়েই দিলাম৷ আল্লাহ আমার ভাই হাদীকে শহীদের মর্যাদা দান করুন ও জান্নাত নসীব করুন।
🇧🇩🇧🇩🇧🇩
